দেবীগঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা বিজয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের হয়।
৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হারেছ, সাধারন সম্পাদক আব্দুল বারেক শাহ , দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক লিপি আক্তার, সদস্য সচিব সাজেদা আক্তার বানু, সিনিয়র যুগ্ম আহবায়ক মিতু আক্তার, জামিলা খাতুন, ইতি আক্তার, দেবীগঞ্জ
পৌর মহিলা দলের আহবায়ক গোলাপি আক্তার, সদস্য সচিব নিশি আক্তার উপস্থিত ছিলেন।