সারাদেশ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২ টার সময় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম নুরুর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে একদল দূর্বৃত্ত। নগরীর চট্টলা বেকারীর মোড়ে হামলাকারীরা স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটে, বুকে, মাথায় ও পিছনে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ ভর্তি করে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সিঃযুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি আবদুস সবুর আকবর, সিঃ যুগ্ম সম্পাদক আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রহিম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,