শহীদ নূর আলী কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠান

মোঃ হামিদুজ্জামান জলিল ইস্টাপ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শহীদ নূর আলী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠান সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ হামিদুল ইসলাম হামিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ রাশেদ ছাত্তার তরু।
বক্তব্য ও অনুষ্ঠানমালা
বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজ জীবন একটি শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে তাদের দেশ ও সমাজের দায়িত্ব নিতে হবে।
প্রধান অতিথি মোঃ হামিদুল ইসলাম হামিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— “জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলী চর্চা করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ রাশেদ ছাত্তার তরু নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষা শুধু পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং সুশিক্ষা অর্জন করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য।”অনুষ্টানে আরো বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক আব্দুর রহমান,সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ,সহকারী অধ্যাপক মাহাবুবা ফেরদৌস,অনুষ্টান পরিচালনা,প্রভাষক তোহিদ সাত্তার রাজু, সিনিয়র প্রভাষক রওশন কবীর ও চার্লী খাতুন।
পরিবেশনা ও উপস্থিতি
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পরিচিতির পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ নূর আলী কলেজের নতুন শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নতুন যাত্রা শুরু করে। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত।