নাগরপুরে সরকারি খাস জায়গায় ঘর নির্মানের অভিযোগ উঠেছে ইউপি সদস্য জাকিরের বিরুদ্ধে

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে খালের খাস খতিয়ানের জায়গায় ঘর নির্মানের অভিযোগ উঠেছে গয়হাটা ইউনিয়ন পরিষদের সদস্য জাকির তালুকদারের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গয়হাটা ইউনিয়নে ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৩৫৭ নং দাগ ও এর আশেপাশে খালের জায়গার উপর ঘর নির্মাণের অভিযোগ উঠেছে গয়হাটা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মরহুম আবুল কাশেমের ছেলে এবং এডিশনাল ডিআইজি জাহাঙ্গীরের ভাগিনা জাকির তালুকদারের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দা পারভেজ বলেন, তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন, পতিত ফ্যাসিষ্ট সরকারের সাবেক বানিজ্য প্রতিমন্ত্রীর আস্থাভাজন ও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হওয়ার সুবাদে জাকির ভূমি দস্যুতা ও জবরদখল করে আসছে বলে অভিযোগ করে ।
তিনি আরও বলেন, ইউপি সদস্য হওয়ার সুবাদে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জোর পূর্বক প্রতি বছর জনসাধারণের কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে আসছে।
এরই ধারা বাহিকতায় গতকাল জোর পূর্বক গয়হাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় সংলগ্ন ১ নং খাস খতিয়ানভুক্ত খালের জায়গা সহ মুক্তিযোদ্ধাদের জায়গার উপর ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ করে বলেন স্থানীয় দোকানী টিটু। এ বিষয়ে মুঠোফোনে জাকির তালুকদার ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, জায়গার কাগজ আছে, আমার বাবার নামের জায়গার সকল কাগজ এবং খাজনার রশিদ আছে। আওয়ামী লীগের পদবীর কথা জানতে চাইলে তিনি বলেন, কোনো পদবী ছিলোনা তবে সাবেক প্রতিমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিলো।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, গতকালই এ বিষয়ে খবর পেয়েছি। ঘর উত্তোলনকারী সহ এ জমির দাবিদার সকল পক্ষ কাগজপত্র নিয়ে এসেছিল। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে কোন ক্রমেই সরকারি স্বার্থবিরোধী কোন কাজ কাউকে করতে দেবো না। আগামী ১০ দিনের মধ্যে কাগজপত্র যাচাই করে পুরো জায়গাটা পরিমাপ করে সরকারি জায়গায় দখল বুঝে নেবো এবং কোন অবৈধ স্থাপনা থাকলে সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবো।