সারাদেশ

নাসিরনগরে প্রশাসনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে ২০০ বস্তা সরকারি চালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিনের নেতৃত্বে গৌর মন্দির সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় মোতাহার মিয়া ও রহমত আলীর দোকানে বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ পাওয়া যায়।
অভিযানে ১০০টি ৫০ কেজি ওজনের চালের বস্তা, ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা, ১৫০টি খালি বস্তা, একটি ওজন মেশিন এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে আশুরাইল গ্রামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০) নামে দু’জনকে আটক করা হলেও দোকান মালিক মোতাহার মিয়া পলাতক রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, “উদ্ধারকৃত চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দ ছিল। অসাধু ব্যবসায়ীরা তা অবৈধভাবে মজুদ করে রাখে। উদ্ধার করা সব চাল উপজেলা কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যবসায়ী সরকারি চালের অবৈধ বাণিজ্য করে আসছে। এতে প্রকৃত সুবিধাভোগীরা বারবার বঞ্চিত হচ্ছেন।
অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,