সারাদেশ

গাইবান্ধার ঘাঘট নদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার লাশ উদ্ধার

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাঘট নদী থেকে মঙ্গলবার সকালে পুলিশ তাসমিন আরা নাজ (২৮) নামে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে।
তাসমিন আরা নাজ গাইবান্ধা এন.এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
নদী হতে ভাস্যমান অবস্থায় তার মরদেহ উদ্ধারের ঘটনায় জেলার শিক্ষক সমাজের মধ্যে আতংঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলার শিক্ষক সমাজ ও সচেতন মানুষ ক্ষোভ জানিয়ে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক পোস্ট করছে। এ ঘটনায় রহস্য উৎঘাটনে আইন শৃংখলায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় কামনা করছেন তারা।
জানা গেছে, খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া সংলগ্ন ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঘাঘট নদীতে একটি লাশ ভাসতে দেখে এসময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ।
গাইবান্ধা সদর থানার ওসি গণমাধ্যমে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,