সারাদেশ

আনোয়ারা-কর্ণফুলীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেলেন সহায়তা চেক

কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ৪৩ পরিবারের  মাঝে ১৭ লাখ ২৩ হাজার টাকা ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭) দুপুর দুইটায় কর্ণফুলী উপজেলা কনফারেন্স রুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে কর্ণফুলীতে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র সভাপতিত্বে ৩১ পরিবারের মাঝে ১২ লাখ ৬৮ হাজার টাকা এবং বিকেল চারটায় আনোয়ারায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ১২ পরিবারকে ৪ লাখ ৯৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, বিশেষ অতিথি ছিলেন জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য, রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম, বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান  শেখ, বনরক্ষক মো. ফোরকান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বন বিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজে হাতিগুলো লোকালয়ে ঢুকছে। হাতি আসা-যাওয়ার ক্ষেত্রে আপনারা বাধা সৃষ্টি করবেন না। হাতির ওপর আক্রমণ করবেন না। প্রয়োজনে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সহযোগিতা  নেবেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,