সারাদেশ

সিরাজগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক ‘ঐশী জীবনবিধানই সংকট উত্তরণের একমাত্র পথ’

স্টাফ রিপোর্টারঃ
চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে সিরাজগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ সিরাজগঞ্জ শাখার উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪.৩০ মি. নগরীর জারা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই বৈঠকে চলমান সংকট নিরসনে একটি বিকল্প ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান। তিনি তার বক্তব্যে তওহীদের আলোকে আধুনিক রাষ্ট্রনীতি, স্বচ্ছ বিচারব্যবব্যবস্থা, গণমাধ্যমের ভ‚মিকা, নারীর প্রকৃত মর্যাদা ও অধিকার, কার্যকর আইনসভা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাপ্রদায়িক সপ্রীতির একটি পূর্ণাঙ্গ কাঠামো তুলে ধরেন।
তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ বা সিস্টেম পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত ও বিভেদকেই উস্কে দিয়েছে।” তিনি বাংলাদেশের গত ৫৩ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বারবার সংবিধান সংশোধন, বহু নির্বাচন ও নতুন আইন প্রণয়ন করেও জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান সম্ভব হয়নি, কারণ মূল সিস্টেমটিই ত্রুটিপূর্ণ।
এই অচলাবস্থা থেকে উত্তরণের পথ হিসেবে তিনি আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “জীবনব্যবস্থা হতে পারে দুই ধরনের মানবরচিত এবং আল্লাহর দেওয়া। সকল প্রকার অন্যায়, অবিচার ও জাতিগত বৈষম্য দূর করে একটি অসাপ্রদায়িক ও শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রব্যবস্থা। তাই মানবরচিত ত্রুটিপূর্ণ জীবনবিধানের চর্চা পরিত্যাগ করে আল্লাহর দেওয়া নিখুঁত, ঐশী জীবনবিধান গ্রহণ করাই চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।
সিরাজগঞ্জ জেলা সভাপতি মো. আল আমিন মির্জার সভাপতিত্বে বৈঠকের মুক্ত আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে সুচিন্তিত মতামত তুলে ধরেন-বেলকুচি কলেজের সাবেক উপাধ্যক্ষ ছাইফুল ইসলাম, শাহজাদপুর সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সহ. অধ্যাপক পরিতোষ কুমার সরকার, সিমালা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আহসানুল হক, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসা. উম্মে হানি মলি, সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. আনিছুর রহমান, মো. আব্দুল আজিজ সরকার, এ.কে.এম হাসান ফারুক রুমী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন একাত্তর টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক আজকের জনবানীর সহকারী সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, জনতার কন্ঠের সম্পাদক ও দৈনিক কালবেলা এবং বাংলা নিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দৈনিক যুগের কথার স্টাফ রিপোর্টার মো. শাহিন রেজা, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহমুদুল কবীর, সাপ্তাহিক যমুনা প্রবাহের সহকারী সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, দৈনিক আমাদের সময় ও গাজী টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক কলম সৈনিকের প্রতিনিধি মো: শাহ আলম, এসএটিভির জেলা প্রতিনিধি মো. আলী রহমত এবং দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল কুদ্দুস।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিশিষ্ট শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা প্রতিপাদ্য বিষয়ের উপর গভীর আলোকপাত করেন এবং নিজ নিজ অবস্থান থেকে সুচিন্তিত মতামত তুলে ধরেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,