সারাদেশ

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে হুমকি দিয়ে মাইন্ডেড বলা “রানা “আটক!

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপু‌রে ইউএনওকে হুমকি ও বিশৃঙ্খলা করায়  রানা‌ নামক এক ব্যাক্তিকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঈদুল ফিতর ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে  ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সোশাল মিডিয়ায় একাধিক অভিযোগ উঠে আসে।
বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ (ওসি), একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট কর্তৃক প্রমাণসাপেক্ষে যাত্রীদের স্টেটমেন্ট চাওয়া হলে, সেখানে উপস্থিত কিছু সাধারণ শিক্ষার্থীদের উপর একদল সন্ত্রাসী অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে আক্রমণ করে। পরিস্থিতির প্রতিবাদ করলে “রানা” নামের একজন শিক্ষার্থীদের ও সাধারণ উপস্থিত জনতার কাছ থেকে জরিমানার টাকা আদায়ের হুমকি দেয়।
এছাড়াও, শিক্ষার্থীদের অনুমতি না নিয়ে গোপনে ছবি তোলে এবং তা ব্যবহার করার চেষ্টা করে।
পরবর্তীতে, ওই ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনও মহোদয়কে লাঞ্ছিত করার দুঃসাহস দেখায়। ঘটনার পরপরই ভূঞাপুর থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে গ্রেফতার করে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল ক‌রিম জানান, রানা না‌মের একজনকে আটক করা হ‌য়ে‌ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. প‌পি খাতুন ব‌লেন, বাসস্ট্যান্ড এলাকায় অভিযান প‌রিচালনা করা হয় বাড়‌তি ভাড়া আদা‌য়ের বিরু‌দ্ধে। এতে রানা না‌মের একজন কার্যালয়ে এসে বিশৃঙ্খলা ও হুম‌কি দেয়। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ক‌রা হ‌বে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,