সারাদেশ

কমলগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ সিরাজ মোল্যা (৩৬), গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শমসেরনগর পুলিশ ফাঁড়ি অভিযান চালায়। এসময় সিরাজ মোল্যার কাছে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বোতলগুলোতে
“Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup” লেখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মোল্যা স্বীকার করেছে যে, সে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের একজনের কাছ থেকে ফেন্সিডিল কিনে এনেছিল। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। জেলা পুলিশ আশ্বস্ত করেছে যে, মাদক চক্র রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,