সারাদেশ

ঠাকুরগাঁওয়ে  সীরাত কনফারেন্স আলোচনা সভা অনুষ্ঠিত

বেলাল হোসেন ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ
আজ (শনিবার) সকাল ১০ থেকে এই ইত্তেহাদুল উম্মাহ ঠাকুরগাঁও-এর উদ্যোগে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী সীরাতুন্নবী (সা.) কনফারেন্স, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শকে কেন্দ্র করে প্রাঞ্জল আলোচনা, গবেষণাভিত্তিক বক্তব্য এবং আধ্যাত্মিক পরিবেশে ভরপুর এক মনোমুগ্ধকর কনফারেন্স অনুষ্ঠিত হয়। যা দুপুর ১ টা পর্যন্ত চলবে।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, বিশিষ্ট লেখক ও সীরাত গবেষক, ঢাকা এবং ডা. শামসুল আরেফিন শক্তি, লেখক, গবেষক ও দাঈ, ঢাকা।
ডা. শামসুল আরেফিন শক্তি, বলেন আলেম আর স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞান থেকে দূরে রাখা হয়েছে দীর্ঘ দিন।আমার এটা থেকে বের হতে চাই।
মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন
তিনি তার বক্তব্যে রাসূল (সা.)-এর নৈতিকতা, উদারতা ও সাহাবায়ে কেরামের সঙ্গে তাঁর আচরণ বিশ্লেষণ করে বলেন,
সীরাতুন্নবী হচ্ছে মুসলমানদের জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্রে এমন কোনো দিক নেই, যা আজকের সমাজকে আলোকিত করতে পারে না। তাঁকে জানলেই আমরা জানবো, কীভাবে মানুষ হওয়া যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেণ্য আলেমে দ্বীন ও বিশিষ্ট বুযুর্গ ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর), বীরগঞ্জ, দিনাজপুর।
বক্তারা আরো বলেন,  বর্তমান সময়ে রাসূল (সা.)-এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সীরাতুন্নবী (সা.)-এর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধের বাস্তবায়নই হতে পারে আমাদের মুক্তির উপায়।
স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে কনফারেন্সটি এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়। উপস্থিত সকলেই অনুষ্ঠান শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,