সারাদেশ

গাইবান্ধায় মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
আজ শনিবার দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ‘গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল জেলা বিএনপির নেতৃবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম লুলু, বর্তমান মৎস্য বিষয়ক সম্পাদক এসএম কামাল হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হানিফ বেলাল, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, ফরহাদ আলম ডাবলু, আমান উল্লাহ চৌধুরী সাজু এবং সদস্য মোস্তাক হোসেন ডলার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সর্বশেষ ২০১৭ সালে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠিত হলেও প্রায় নয় বছর পেরিয়ে গেলেও আর কোনো পুনর্গঠন হয়নি। এর পাশাপাশি সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর উপজেলা এবং গাইবান্ধা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পছন্দের লোকজনকে অন্তর্ভুক্ত করে ‘পকেট কমিটি’ গঠন করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, বিএনপিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে, যা সংগঠনের জন্য ক্ষতিকর।

এসময় বক্তারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপি কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,