শাকপুরা চৌমুহনী ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি রাসেল ও সাধারন সম্পাদক মোহরম….

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচনে সভাপতি পদে মতিউর রহমান রাসেল হারিকেন প্রতীকে ১৯২ ভোট পেয়ে ও সাধারন সম্পাদক পদে মোহরম আলী তালাচাবি প্রতীকে ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
সোমবার(২২ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে বিকাল ৪টা পযর্ন্ত দিনব্যাপী ভোটারদের উৎসাহ ও উদ্দীপনায় শাকপুরা ইউনিয়ন পরিষদে একটানা ভোট গ্রহন চলে।
নির্বাচনে ১২ টি পদের মধ্যে ধর্মবিষয়ক সম্পাদক ও ৩জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
অন্যান্য পদে ২০ জন প্রার্থী সরাসরি প্রতিন্দ্বীতা করে।
নির্বাচনের ঘোষিত ফলাফলে অন্যান্য পদে নির্বাচিত যারা, সভাপতি পদে বিজয়ী মতিউর রহমান রাসেল এর নিকটতম প্রার্থী মোহাম্মদ জাহেদ চেয়ার প্রতীকে পেয়েছেন ১৯০ ভোট।সহ-সভাপতি পদে সাজ্জাদ হোসেন হরিণ প্রতীকে ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী খেজুর গাছ প্রতীকে এনামুল হক এনাম পেয়েছে ২১৪ ভোট। সাধারন সম্পাদক পদে মো: মোহরম আলীর নিকটতম প্রার্থী নিজাম ফারুক দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৫৫ ভোট। সহ- সাধারন সম্পাদক পদে কামাল হোসেন সিলিং ফ্যান প্রতীকে ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী দিদারুল আলম মোরগ প্রতীকে ১২৩ ভোট পেয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে এমরান হোসেন টেলিফোন প্রতীকে ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবদুল মাবুদ সাইকেল প্রতীকে ১৭০ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে ডা. ইসমাইল হোসেন হাতি প্রতীকে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী সাইফুল ইসলাম মাইক প্রতীকে ১৯৭ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে জসিম উদ্দিন ফুটবল প্রতীকে ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে৷ তার নিকটতম প্রার্থী মনছুর আলম টেলিভেশন প্রতীকে ২১৩ ভোট পেয়েছে৷ প্রচার সম্পাদক পদে কাজী আবু তালেব ঘুড়ি প্রতীকে ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী চন্দন ধর কাঠাল প্রতীকে ১৩২ ভোট পেয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ধর্মবিষয়ক সম্পাদক পদে আবদুল খালেক ও সদস্য পদে মো: ফরিদ, দেবরাজ আচার্য্য ও মো: আরাফাত।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন বোয়ালখালী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরী।