খেলাধুলা

বিসিবি নির্বাচন ঘিরে একের পর এক নাটকীয়তা

এশিয়া কাপে বাংলাদেশ দল ঘিরে সমর্থকরা যখন ফাইনালের স্বপ্ন দেখছেন, তখন দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে নির্বাচন ঘিরে একের পর এক নাটকীয়তা। ৬ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে সরকারি হস্তক্ষেপের অভিযোগ-পাল্টা অভিযোগের পর কাউন্সিলর মনোনয়ন ইস্যু আদালত পর্যন্ত গড়িয়েছে। সোমবার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগঠকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ইস্যুকৃত চিঠি ১৫ দিনের জন্য স্থগিত করা হয়।

এদিন সন্ধ্যায় বিসিবির আবেদনে উচ্চ আদালতের রায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। এতে করে অ্যাডহক কমিটির বাইরে থেকে দেওয়া ৫৪ জন কাউন্সিলর বাতিলের নোটিশ কার্যকর থাকছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবির চাওয়া মতো জেলা ও বিভাগের অ্যাডহক কমিটির সদস্যদের থেকে কাউন্সিলর মনোনয়ন হলো। অর্থাৎ সরকার মনোনীত কমিটির সদস্যদের ভোটে বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন।

বিসিবির নির্বাচনে দুটি পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপি সমর্থিত প্যানেলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। এনএসসি সমর্থিত প্যানেলের নেতৃত্বে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তারা দুজনই আবার সভাপতি প্রার্থী। তামিম ভোটার হয়েছেন ক্লাব ক্যাটেগরিতে। বুলবুল ঢাকা বিভাগ থেকে। তাদের দুজনের বিরুদ্ধেই ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে। বিসিবি সভাপতি বুলবুলের বিরুদ্ধে তামিমের প্যানেল থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের ওপর প্রভাব খাটানোর অভিযোগ তোলা হয়। বিশেষ করে, জেলা ও বিভাগের অ্যাডহক কমিটির বাইরে থেকে মনোনীত ৫৪ জন কাউন্সিলরকে বাতিল করে ১৮ সেপ্টেম্বর চিঠি ইস্যু করেছিলেন বিসিবি সভাপতি। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রধান ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি বরাবরও চিঠি দেন তিনি। ১১ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডিসি ও কমিশনারদের চিঠি দেওয়া হয় কাউন্সিলর মনোনয়নের ব্যাপারে।

এই দুটি চিঠিকে ভিত্তি করে বিসিবি সভাপতি ও এনএসসির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনে তামিমের প্যানেল। রোববার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাঁর প্যানেলের সদস্য বিএনপি নেতা ইশরাক হোসেন ক্রীড়া মন্ত্রণালয়কে পক্ষপাতমুক্ত থাকার আহ্বান জানান। নির্বাচনকে প্রভাবমুক্ত করা না হলে বিসিবি ঘেরাও কর্মসূচিসহ রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঙ্কার দেন তিনি। তামিমদের সংবাদ সম্মেলনের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে পাল্টা অভিযোগ করে বলেন, ‘তামিম ভাইয়ের পক্ষের লোকজন ক্লাবের কাউন্সিলরশিপ দখল করতে মানুষ অপহরণ করছে। বুলবুল ভাইকে ফোন করে নির্বাচন থেকে সরে যেতে বলা হচ্ছে। তাঁকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম করা হচ্ছে। জানি না সেটা তামিম ভাই কতটা বোঝাবেন।’

তামিম সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটির উল্লেখ নেই। জবাবে রাতে বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, গঠনতন্ত্রের ৯.১ ধারা মোতাবেক জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত বা অ্যাডহক কমিটি থেকে কাউন্সিল মনোনীত করার বিধান রয়েছে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারক মির্জা হায়দার গঠনতন্ত্র পড়ে এ সিদ্ধান্ত দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি। এদিন সন্ধ্যায় বিসিবি নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত কাউন্সিলরশিপ ফরম গ্রহণ করার সময় দেওয়া হয়েছিল বিসিবি থেকে। সন্ধ্যা সাড়ে ৬টায় বিসিবি পরিচালনা পর্ষদের সভায় কাউন্সিলরশিপ অনুমোদন করে সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করার সময় দেওয়া হয়েছিল। সেভাবে পরিচালকরা বিকেল থেকেই উপস্থিত ছিলেন বিসিবিতে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বোর্ড সভা শুরু হয়নি। মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, ৬টা ৪১ মিনিটে পরিচালকদের গ্রুপে বার্তা দেওয়া হয় রাত ৯টায় শুরু হবে সভা। নির্বাচনের দিন ঠিক করা হয়েছে ৬ অক্টোবর।

বিসিবি নির্বাচন নিয়ে সোমবার দুপুরে জানা যায়, চারটি জেলার ক্রীড়া সংগঠক উচ্চ আদালতে রিট করেন অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নে আমিনুল ইসলাম বুলবুলের ইস্যুকৃত চিঠির স্থগিতাদেশ চেয়ে। শুনানি শেষে ১৫ দিনের জন্য চিঠির নির্দেশনা স্থগিত করা হয়। একই সঙ্গে বি‌সি‌বি নির্বাচ‌নে জেলা ও বিভা‌গের অ্যাডহক ক‌মি‌টি থে‌কে কাউন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তির চি‌ঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। রিটটি করেন লক্ষ্মীপুর জেলার মঈনুদ্দিন চৌধুরী কামরুল, টাইঙ্গাইল জেলার আলী ইমাম তপন, রাজবাড়ী জেলার মঞ্জুরুল আলম দুলাল ও গোপালগঞ্জ জেলার জসিমউদ্দিন খসরু। তারা রায় পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব বরাবর আপিল করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় স্থগিত করা হয়। ফলে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের বাধ্যবাধকতা কার্যকর হয়।

মূলত বিসিবি নির্বাচন তিনটি ক্যাটেগরিতে অনুষ্ঠিত হবে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। সংশ্লিষ্ট বিভাগের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হতে হবে। অর্থাৎ এক বিভাগের ভোটার অন্য বিভাগে ভোট দিতে পারবেন না। ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটেগরিতে ৭১ জন কাউন্সিলর রয়েছে। ক্লাব ক্যাটেগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। তৃতীয় ক্যাটেগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন ৪৫ জন কাউন্সিলরের ভোটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলাধুলা

সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম জামালপুর জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি
খেলাধুলা

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা