কাউতলী বিয়ে বাড়িতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে গৃহকর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের কাউতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আছিয়া বেগম (২৭) জেলা শহরের ভাদুঘর এলাকার জালাল মিয়ার স্ত্রী। তিন আমানুল হক সেন্টুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
জানা যায়, সোমবার সন্ধ্যায় আছিয়া বেগম বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে বাড়ির ময়লা ফেলতে সিঁড়ি দিয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তিনি চিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।