কমলগঞ্জে ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে, কমলগঞ্জ সরকারি কলেজের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে কমলগঞ্জ সরকারি কলেজ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন।
কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্র শিবিরের সাধারন সম্পাদক আশরাফুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাত্র শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুল হাই, এবাদুর রহমান, শিবলুজ্জামান শিপলু, তারেক রহমান, সাদিকুর রহমান প্রমুখ।
এছাড়াও কলেজ ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও সামাজিক ব্যক্তি উপস্থিত ছিলেন।