সারাদেশ

বেনাপোলে বিজিবির অভিযানে কার্গো ট্রাকসহ আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক ২

বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডা গার্ড (বাংলাদেশ) বিজিবি। এসময় দুইজনকে আটক করা হয়।
আটক দুইজন হলেন- মাগুরা জেলার মাগুরা থানার হাজী রোড কলেজ পাড়া এলাকার নাদের মোল্যার ছেলে ট্রাক চালক আব্দুল মালেক (৪৬) একই জেলার শিবরামপুর পাড়া এলাকার শুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন পণ্যবোঝাই একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্নিালের সামনে অবস্থান করে। এসময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশী করে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য আনুমানিক মূল্য দুই কোটি ৫৫ লাখ ৯শত ৩০ টাকা বলে বিজিবি।
বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাক চালক স্বীকার করেন ২০ হাজার টাকা বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌছে দেওয়ার জন্য চুক্তি বদ্ধ হন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে হাউসে জমা দেওয়া হয়েছে এবং জব্দ ট্রাক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবি এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,