সারাদেশ

জয়পুরহাটে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে জয়পুরহাটে ভুয়া ডিবি পুলিশ ও তার সহকারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী দুইজনকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি হ্যান্ডকাপ ও পুলিশের কটি উদ্ধারসহ দুজনকে থানায় নিয়ে আসে।
জনগণের সম্মুখে আটককৃত ভুয়া ডিবি পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, কালাই থানার এক এসআই তাদেরকে ওই হ্যান্ডকাপটি সরবরাহ করেছেন।
আটককৃতরা হলেন, ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওগ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে মজনু মন্ডল (৪০) ও সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে মশিউর রহমান মন্ডল (৩৫)।
স্থানীয়রা জানান, ডিবি পুলিশ পরিচয় দানকারী মজনু ডিবির কটি পরে সঙ্গে হ্যান্ডকাপ নিয়ে বিভিন্ন লোককে আটক করে অর্থের দাবি করতেন। বিষয়টি সন্দেহজনক হলে তারা আটক করে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করপ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,