বিনোদন

চোখে গুরুতর আঘাত পেয়েছেন র‍্যাপার বাদশাহ

উত্তর আমেরিকা সফরের শেষ শোতে হঠাৎ চোখে অস্বস্তি আর সেখান থেকেই শুরু বাদশাহর বড়সড় বিপত্তি। জনপ্রিয় র‍্যাপার ইনস্টাগ্রামে জানিয়েছেন, বাঁ চোখে কর্নিয়াল অ্যাব্রেশনের চিকিৎসা করাতে হয়েছে তাকে। এক চোখে ব্যান্ডেজ করা একটি ছবি নিজেই শেয়ার করেছেন এই র‍্যাপার।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, মার্কিন সফরের শেষ পারফরম্যান্সের একেবারে শুরুতেই তার চোখে হঠাৎ কিছু ঢুকে যায়। যদিও শো শেষ না করে থামেননি তিনি। ভারতের এক চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত করেন যে কর্নিয়ার ওপর আঁচড় লেগেছে। অস্ত্রোপচার করিয়ে এখন তাকে টানা পাঁচ দিন চোখে ব্যান্ডেজ রাখতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

বাদশাহর পোস্টতি তার ভক্তদের ভাবাচ্ছে। গায়কের দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্তরা। অনেকেই গায়কের ছবি শেয়ার করে সমবেদনা যানিয়েছেন। বাদশাহর পোস্ট এবং ছবিটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

অন্যদিকে, বাদশাহ সম্প্রতি নিউ জার্সি, ভার্জিনিয়া, ওকল্যান্ড, সিয়াটল, ডালাস ও শিকাগোতে কনসার্ট করেছেন। আর তার এই সফরের শেষের বিপত্তি হলো। মার্কিন সফরে বাদশাহ ৪৫ হাজারেরও বেশি দর্শক মাটিয়েছেন। প্রযোজনার বাজেটই ছিল প্রায় ২ মিলিয়ন ডলার। তবে উত্তর আমেরিকায় ৬ মিলিয়ন ডলারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

You may also like

বিনোদন

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না
Uncategorized বিনোদন

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম জামালপুর। গতকাল বাংলা কার্তিক মাসের শেষ দিন ছিলো। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত।