এশিয়া কাপে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত-পাকিস্তান সুপার ফোর ম্যাচের পর দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের কিছু উদযাপনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
পাকিস্তানি ব্যাটসম্যান ফারহান অর্ধশতক পূরণের পর ব্যাট দিয়ে শুটিং ইঙ্গিত দেখান, আর রউফ মাঠে ‘প্লেন ক্র্যাশ’ ও ‘৬-০’ ইঙ্গিত প্রদর্শন করেন। এই উদযাপনগুলো সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এবং দুই দেশের ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ‘রাজনৈতিক বক্তব্য’কে কেন্দ্র করে পাল্টা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। যাদব প্রথম জয়টি পেহালগাম সন্ত্রাসী হামলার নিহতদের পরিবারের উদ্দেশে উৎসর্গ করেছিলেন। ম্যাচের পর সূর্যকুমার বলেন, ‘আমি এই জয় আমাদের সব সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। আশা করি তারা আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন, আর আমরা মাঠে সুযোগ পেলে তাদের আরো হাসার সুযোগ দেব।
ম্যাচে ভারতের অভিষেক শর্মা ও শুভমান গিল পাকিস্তানের পেসারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও করেন। শেষ পর্যন্ত ভারত ৬ উইকেটে সহজ জয় পায়।