বিনোদন

হৃতিককে বিয়ে না করতে চাওয়ার কারণ জানালেন সাবা

বলিউডের পরিচিত নাম হৃতিক রোশান। প্রায় তিন বছর ধরে সাবা আজাদ সাথে সম্পর্কের কথা আলোচনায় আছে। বিশেষ করে, তাদের বিয়ে নিয়ে বলিপাড়ায় চলেছে নানান গুঞ্জন। এবার সেই গুঞ্জনের জবাব দিলেন সাবা আজাদ নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা আজাদ জানিয়েছেন, তাদের বিয়ে নিয়ে কোনো পারিবারিক চাপ নেই। ছোটবেলা থেকেই স্বাধীনচেতা মানসিকতায় বড় হয়েছেন তিনি।

সাবা বলেন, আমার যখন ছয় বছর বয়স, তখনই বাবা-মা আমাকে বলেছিলেন— যদি তোমার ইচ্ছে না থাকে, তাহলে বিয়ে করো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না। তাই কখনোই বিয়ের জন্য পরিবারের দিক থেকে কোনো চাপ অনুভব করিনি।

উল্লেখ্য, ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা। এরপর থেকে একাধিকবার ছুটি কাটাতে দেখা গেছে তাদের, পাশাপাশি পারিবারিক নানা অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়।

You may also like

বিনোদন

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না
Uncategorized বিনোদন

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম জামালপুর। গতকাল বাংলা কার্তিক মাসের শেষ দিন ছিলো। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত।