চট্টগ্রামের তোফাজ্জল আলী ওয়াকফ এস্টেটের শতকোটি টাকার সম্পদ অরক্ষিত! ফ্যাসিস্ট মোতোয়াল্লী আত্মগোপনে

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরের অতি মূল্যবান তোফাজ্জল আলী ওয়াকফ এস্টেট (ইসি নং ২৩২৩)’র মোতোয়াল্লী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরী দীর্ঘদিন যাবত পালাতক হয়ে আত্নগোপনে থাকার কারনে এস্টেটের মূল্যবান জমি, দোকান, মার্কেট স্থাপনাসহ শত কোটি টাকার ওয়াকফ সম্পত্তি অরক্ষিত ও হাতছাড়া হতে চলছে।
বিগত জুলাই-আগষ্ট /২৪ এর ছাত্র-জনতার স্বৈরাচার বিরোধী গনঅভ্যুত্থান আন্দোলন চলাকালে চট্টগ্রাম বহদ্দারহাট মুরাদপুর এলাকার তোফাজ্জল আলী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নিরীহ আন্দোলনরত ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়। উক্ত হামলায় শহীদ ছাত্রনেতা ওয়াসিমসহ শতশত ছাত্র আহত হয়।
পরবর্তীতে পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষা মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল সহ কয়েক শত সন্ত্রাসীর বিরুদ্ধে মহানগরের কয়েকটি থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মামলা রুজু হয়। উক্ত মামলা সমূহে আন্দোলন বিরোধী কর্মকাণ্ডের অর্থ যোগানদাতা ওয়াকফ মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরীকে আসামী করা হয়েছে।
উক্ত ঘটনার পর বিগত এক বৎসর ধরে তোফাজ্জল আলী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা পলাতক থাকার কারনে এস্টেটের অনেক জায়গা বেদখল হয়ে পড়েছে। এ সুযোগে অনেকেই জায়গা দখল করে স্থাপনা করার প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে এস্টেটের ওয়ারিশ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বর্তমান মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরী একজন সন্ত্রাসী। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মামলার আসামী হয়ে তিনি এক প্রকার আত্নগোপনে রয়েছেন। এ কারণে ওয়াকফ কতৃপক্ষ অর্থাৎ সরকার অনেক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এজন্যই তাকে মোতোয়াল্লী পদ থেকে বাদ দিয়ে নতুন একজন মোতোয়াল্লী নিয়োগ দেওয়ার দাবী জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এস্টেটের অপর ওয়ারিশ জানান, ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিনকে দ্রুত অপসারণ করে নতুন মোতোয়াল্লী নিয়োগের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত সহ দাবী জানানো হয়েছে।