দুর্গা পূজা নিয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা

রাবিপ্রবি প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। সবাই অপেক্ষা করে থাকে বছরের এই সময়টার জন্য। শরতে আকাশের সাদা মেঘ আর কাশফুল জানান দেয় পূজো আসছে। দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সাজে সেজে উঠে সারা দেশ,পূজোর আনন্দ ছড়িয়ে পরে ধর্ম,বর্ণ নির্বিশেষে সবার মধ্যে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আনন্দের শেষ থাকেনা, সবারই থাকে বাড়ি ফেরার তাড়া। দুর্গা পূজা নিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সঞ্চিতা চক্রবর্তী।
দুর্গা পূজা নিয়ে অনুভূতি সম্পর্কে জানতে চাইলে রাবিপ্রবির ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আঁখি নাথ জানান,”দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সর্বজনীন মিলনমেলা।এই সময়ে আনন্দ, ভক্তি আর সাংস্কৃতিক ঐতিহ্যের সুন্দর মিশ্রণ ঘটে।তবে আমার কাছে এখন দূর্গাপূজা মানেই হলো ছুটির আনন্দ।পরিচিত মুখগুলোর কাছে ফিরে যাওয়া,নিজের মা’র পাশে বসে দূর্গা মা’র পূজা,প্যান্ডেল, প্রতিমা ও আলোকসজ্জা উপভোগ করা।ভক্তি আর মায়ের আশীর্বাদে শক্তি ও সাহস লাভ করা।”
একই বিভাগের শিক্ষার্থী তিথি ধর বলেন,”শারদীয় দুর্গাপূজা হিন্দুদের বড় ও প্রধান ও ধর্মীয় উৎসব । এ উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আনন্দ, সাজসজ্জা, মিলন, নানা রকম সাংস্কৃতিক ও ঐতিহ্যের এক বিশাল প্রতীক। তাছাড়া ও দূর্গাপূজা আমাদের শেখায় অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি জয় করা। তাই এ উৎসব শুধু আনন্দের নয়, নৈতিক শিক্ষা নেওয়ার ও সময়। এ উৎসব আমাদের সমাজে ঐক্য, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা দেয়।”
রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চন্দ্রিমা চান্দ্রেয়ী বলেন,”আমাদের কাছে দূর্গা পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সামাজিক মিলনমেলা, আনন্দ-উৎসব আর সংস্কৃতির প্রকাশ। রাঙ্গামাটির মতো বহুসংস্কৃতির অঞ্চলে পড়াশোনা করার কারণে রাবিপ্রবির শিক্ষার্থীরা দূর্গা পূজাকে দেখেন ধর্মীয় ভেদাভেদ ছাড়িয়ে সামাজিক ঐক্যের জায়গা থেকে। অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও সমানভাবে আনন্দ ভাগাভাগি করেন—যেন “পূজা সবার”।