লালমনিরহাট হাতীবান্ধা থানা অবরুদ্ধ মামলায় যুবদল কর্মী আটক

লুৎফর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করার মামলায় সিন্দুর্না ইউনিয়ন যুবদলের সদস্য রেজওয়ান ইসলাম রিজুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলা সিন্দুর্না হাটখোলা বাজার থেকে রেজওয়ান ইসলাম রিজুকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পাটগ্রাম থানায় হামলা ও ভাংচুর চালিয়ে ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত আসামীকে ছিনিয়ে নেয় আসামীর স্বজনরা। এ সময় হামলায় পুলিশসহ ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পাশ্ববর্তি হাতীবান্ধা থানা পুলিশ রওনা দিলে তাদের থানাও অবরুদ্ধ করা হয়। এ ঘটনায় উভয় থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে পুলিশ।
এ মামলায় আত্নগোপনে থাকা এজাহার নামীয় আসামী সিন্দুর্না ইউনিয়ন যুবদলের সদস্য রেজওয়ান ইসলাম রিজুকে বুধবার রাতে ওই এলাকার হাটখোলা বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, থানা অবরুদ্ধ করার মামলার এজাহারভুক্ত আসামী রিজুকে গ্রেফতার করা হয়েছে।