আন্তর্জাতিক

ইসরাইলের বাধা উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার ৩০ নৌযান

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক বলেন, ৩৭টি দেশের ২০১ জনেরও বেশি মানুষ এই নৌযানগুলোতে অবস্থান করছিলেন। এর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন ছিলেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখে মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরাইলের নৌবাহিনী। তবে এখনো গাজার উদ্দেশে এগিয়ে চলছে বহরের ৩০টি নৌযান। সেগুলো উপত্যকাটি থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ‘অবৈধ ইসরাইলি বাধা আমাদের নিরুৎসাহিত করতে পারবে না। আমরা অবরোধ ভেঙে একটি মানবিক করিডোর খোলার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ইসরাইলি বাহিনী সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করে। এ সময় সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ ওই নৌযানগুলোতে অবস্থান করা বেশ কয়েকজন কর্মীকে আটক করে ইসরাইলে নিয়ে যাওয়া হয়।

মানবাধিকার গোষ্ঠীটি জানিয়েছে, গাজা উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল (১৩০ কিলোমিটার) দূরে তাদের নৌবহর আটকে দেয় ইসরাইলি বাহিনী। এ সময় তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক বলেন, ৩৭টি দেশের ২০১ জনেরও বেশি মানুষ এই নৌযানগুলোতে অবস্থান করছিলেন। এর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন ছিলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের প্রায় ৩০টি নৌযান এখনো দখলদার বাহিনীর সামরিক জাহাজ থেকে দূরে সরে যাওয়ার জন্য লড়াই করছে। গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। তারা দৃঢ়প্রতিজ্ঞ, অনুপ্রাণিত। তারা ভোরের মধ্যে অবরোধ ভেঙে একসাথে পৌঁছানোর জন্য সবকিছু করছে।’

ভূমধ্যসাগর পেরিয়ে নৌবহরের অগ্রগতি ইতোমধ্যেই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে এবং জাহাজে থাকা মানবাধিকারকর্মীদের আটতের ফলে বুধবার রাতে রোম, বুয়েনস আইরেস ও ইস্তাম্বুলসহ শহরগুলোতে বিক্ষোভ শুরু হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ২০২৫ সালের আগস্টের শেষের দিকে গাজা অভিমুখে যাত্রা শুরু করে। এরপর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরো নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরো কিছু নৌযান ত্রাণ বহরে যুক্ত হয়।

এই নৌবহরে ৫০টির বেশি বেসামরিক নৌযান রয়েছে। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

আন্তর্জাতিক সারাদেশ

ভারত যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্থ হবে….ভোমরায় উপদেষ্টা এম সাখাওয়াত

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের
আন্তর্জাতিক

মনমোহন সিংয়ের মৃত্যু ভারতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা

  • ডিসেম্বর ২৭, ২০২৪
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশটির সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জি