সারাদেশ

নেছারাবাদে কাঠেরপুল ভেঙ্গে ফেলায় চারশত শিক্ষার্থীর মাদ্রাসা যাওয়া বন্ধ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) বলদিয়া-মলুহার খালের উপর নির্মিত সংযোগ কাঠেরপুল ভাঙ্গার কারণ চারশত শিক্ষার্থীর মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে গেছে। এর প্রতিবাদ ও পূর্ণনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী বাইতুস সালাম জামে মসজিদ ও চামী মোসলেমিয়া দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত (৩ মার্চ) সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় একতা বাজারে মো. কালাম মুন্সি নামে এক ব্যক্তি ঘুরতে আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দোকানদার মো. ইয়াকুব আলী কবিরাজ ও তার ছেলে মো. খোকন কবিরাজের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে মো. ইয়াকুব আলী কবিরাজ ও তার ছেলে মো. খোকন কবিরাজ মিলে ঘুরতে আসা মো. কালাম মুন্সিকে বেদম মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে মো. কালাম মুন্সির ভাই মো. কাইয়ুম এর নেতৃত্বে মো. হারুন, মো. মোস্তফা, মো. হাসান ও মো. খলিল খালের উপর নির্মিত কাঠেরপুল ভেঙে ফেলে।
পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বিচারের মাধ্যমে ভেঙে ফেলা কাঠেরপুল পুনঃনির্মাণের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা দিয়ে কাঠেরপুল পুনঃনির্মাণ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে বলে এলাকাবাসীরা জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধনে এলাকাবাসীরা জানান, গ্রামবাসীদের উদ্যোগে নির্মিত কাঠেরপুলটি খুবই গুরুত্বপূর্ণ। নেছারাবাদ ও বানারীপাড়া উপজেলার সংযোগের অন্যতম সংযোগ সাঁকো এটি। এখান থেকে শত শত লোক প্রতিদিন চলাচল করে। পাশেই স্থানীয় চামী ও একতা বাজার অবস্থিত, এছাড়াও কাঠেরপুলটির পাস ঘেঁষে মসজিদ ও মাদ্রাসা থাকায় চার শতাধিক ছাত্রছাত্রীরা এই কাঠেরপুল থেকে যাতায়াত করে। একমাত্র যাতায়াতের মাধ্যম এই কাঠেরপুলটির পুনঃনির্মাণের জন্য স্থানীয় লোকজন ও সুনির্দিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ করছেন তারা।
মানববন্ধনে উপস্থিত চামী মোসলেমিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে প্রকাশ্য দিবালোকে কাঠেরপুলটি ভেঙে ফেলেছে প্রতিপক্ষরা। এনিয়ে স্থানীয় দোকানদার মো. খোকন কবিরাজ পুলটি পুনঃনির্মাণের জন্য বিশ হাজার টাকা জরিমানা দেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলের কাজ শুরু করেনি। আমাদের মাদ্রাসার প্রায় চার শতাধিক শিক্ষার্থীরা এখান থেকে চলাচল করে। দুর্ঘটনার ভয়ে তারা এখন নিয়মিত স্কুলে আসে না। কাঠেরপুলটি পুনঃনির্মাণ জরুরী হয়ে পড়েছে।
এ বিষয়ে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সাইদ বলেন, দুই পক্ষের সংঘর্ষের জেরে গুরুত্বপূর্ণ একটি কাঠের পুল ভেঙ্গে ফেলার খবর শুনেছি। কাঠেরপুলটি দুই উপজেলার সীমান্তবর্তী থাকায় সরকারি সুযোগ-সুবিধা আদায়ে জটিলতা সৃষ্টি হচ্ছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এলাকাবাসীরা গণস্বাক্ষর দিয়ে একটি অভিযোগ দিয়েছেন। কাঠেরপুলটি পুনঃনির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং