নবীনগর সরকারি হাসপাতালে ডা. হাবিবুর রহমান পুনরায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হিসেবে যোগদান

মাজহারুল ইসলাম বাদল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (UH&FPO) হিসেবে যোগদান করেছেন ডা. হাবিবুর রহমান। তিনি ২০২৫ সালের ১২ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি নবীনগরে দায়িত্ব পালনকালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের আস্থার জায়গা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পুনরাগমনকে ঘিরে নবীনগরের স্বাস্থ্যসেবা খাতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরা।
যোগদানের পরপরই বিভিন্ন মহল থেকে ডা. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁর নেতৃত্বে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
ডা. হাবিবুর রহমান বলেন, নবীনগরের মানুষ যাতে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকাল ৮টা থেকে রাত পর্যন্ত জরুরি বিভাগ (ইমার্জেন্সি) সেবা চালু থাকবে।