সারাদেশ

নবীনগর সরকারি হাসপাতালে ডা. হাবিবুর রহমান পুনরায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হিসেবে যোগদান

মাজহারুল ইসলাম বাদল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (UH&FPO) হিসেবে যোগদান করেছেন ডা. হাবিবুর রহমান। তিনি ২০২৫ সালের ১২ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি নবীনগরে দায়িত্ব পালনকালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের আস্থার জায়গা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পুনরাগমনকে ঘিরে নবীনগরের স্বাস্থ্যসেবা খাতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরা।
যোগদানের পরপরই বিভিন্ন মহল থেকে ডা. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁর নেতৃত্বে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
ডা. হাবিবুর রহমান বলেন, নবীনগরের মানুষ যাতে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকাল ৮টা থেকে রাত পর্যন্ত জরুরি বিভাগ (ইমার্জেন্সি) সেবা চালু থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,