কালীগঞ্জে ৫ মাদক কারবারি হেরোইন, ইয়াবা, গাঁজাসহ গ্রেফতার

মারুফ হাসান,(কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে । এ সময় আটককৃতদের দেহ তল্লাশী করে ৫ শত গ্রাম গাঁজা, ২০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জানা গেছে,অভিযানে উপজেলার বক্তারপুর ইউনিয়নের কৌচান গ্রামের বিনিরাইল এলাকার বিনদ চন্দ্র পালের এর লিচু বাগান হতে পৌরসভার দুর্বাটি এলকার মৃত হাকিম উদ্দিনের পূত্র মোঃ শুকুর আলী (৫৫) কে ৫শত গ্রাম গাঁজা, পৌরসভার পশ্চিম বালীগাঁও এলাকার মৃত মহসিনের পূত্র মো. গোলাম মহিউদ্দিন (৪৫) ও বাহাদুরশাদী ইউনিয়নের ঈশ^রপুর গ্রামের মো. মজিবুর রহমানের পূত্র মো. মুন্না (২৭) কে ২০ পুরিয়া হেরোইন এবং নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকার আব্দুস সামাদের বাড়ীর সামনে হতে গাজীপুরের পুবাইল থানার বিন্দান এলাকার মোঃ আবু সাইদের পূত্র মোঃ পনির হোসেন (৪৫) কে ১০পিছ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাবৎ তারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের এর ধারায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারীকে আটক করা হয়। আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।