সারাদেশ

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার প্রস্তাবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহা সড়ক অবরোধ 

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে  ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহা সড়ক অবরোধ।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১১টার দিকে যমুনা সেতুর পুর্ব প্রান্তের গোল চত্ত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ  ছাত্র-জনতা।
জানা গেছে, রোববার (১২ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে যে, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করা হয়েছে। সাংবাদিকরা এ তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে জানতে পারেন, দেশের বিভিন্ন সেক্টর সংস্কারের জন্য অর্ন্তবর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন  টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার জন্য প্রস্তাব করেছে। যা সরকারের কাছে জমা দেয়া জনপ্রশাসন সংস্কার কমিশন  প্রতিবেদনের ১৮৭ এবং ১৮৮ নম্বর পৃষ্ঠায় উল্লেখ্য রয়েছে। তবে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছে জানিয়েছেন, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার কোন তথ্য সরকারী ভাবে তিনি পাননি।
এদিকে, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলাবাসী। রোববার (১২ অক্টোবর) সকাল থেকেই জেলাবাসী ফেসবুকের পোষ্টের মাধ্যমে প্রতিবাদ জানান। প্রস্তাব প্রত্যাখ্যান করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই বহাল রাখার দাবীতে ছাত্র-জনতার ব্যানারে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে যমুনাসেতুর পুর্ব প্রান্তের গোল চত্ত্বরের পাশে অবস্থান নেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
ভুঞাপুর,কালিহাতি সহ বিভিন্ন উপজেলা থেকে ছাত্র-জনতা মিছিল সহকারে এসে যমুনাসেতুর পুর্ব প্রান্তের গোল চত্ত্বরের পাশে অবস্থান নেন এবং দাবী আদায়ের লক্ষে স্লোগান দিতে থাকেন। পরে দুপুর ১২ টার দিকে তারা মহাসড়কে অবস্থান নেন। এরফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে উত্তরবঙ্গ ও ঢাকাগামী যানবাহন আটকে  পরে। এতে দুর্ভোগে পরেন যাত্রীরা। এ প্রতিবেদন লেখার সময় অবরোধ চলমান ছিল। আন্দোলনকারীরা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, তাদের দাবিতে আমরাও একমত। তবে টাঙ্গাইলকে ঢাকা বিভাগের স্থানান্তরের কোনো প্রজ্ঞাপন আমরা পাইনি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,