সারাদেশ

গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে বিএনপি বদ্ধপরিকর: সাবেক এমপি ইঞ্জি. গোলাম মোস্তফা

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপি বদ্ধপরিকর। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
রোববার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির গণমিছিল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে কালাই বাস স্ট্যান্ড চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
গোলাম মোস্তফা বলেন, লড়াই সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে হবে।
জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান তালুকদার এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দিন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, সাবেক সদস্য মামুনুর রশিদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এফতাদুল হক,  কালাই উপজেলা বিএনপির সহসভাপতি তৌফিকুল ইসলাম,  বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
এর আগে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কালাই সরকারি মহিলা কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালাই বাস স্ট্যান্ড চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,