সারাদেশ

কসবায় রেললাইনের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার।

কাউসার আহমেদ টিপু। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাশ থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, রাতে রেললাইনের পাশে একটি শপিং ব্যাগের সামনে কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শপিং ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, নবজাতকটির বয়স এক দিনের মতো হবে। ধারণা করা হচ্ছে, কেউ অবৈধ গর্ভপাতের পর শিশুটিকে সেখানে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,