সারাদেশ

চট্টগ্রামের তোফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন 

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরের বহুল আলোচিত তোফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরীর দ্রুত অপসারণ ও গ্রেফতারের দাবীতে চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী গতকাল মঙ্গলবার নগরীর শুলকবহরস্থ জান মোহাম্মদ চাকলাদার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম ওয়াকফ প্রশাসক দপ্তরের সিনিয়র পরিদর্শক মোঃ সাজ্জাদ হোসাইনের নেতৃত্ব একটি তদন্ত টীম একই সময়ে উপস্থিত এস্টেটের ওয়ারিস, মুসল্লী, ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। তদন্তকালীন সময়ে উপস্থিত সদস্যরা অনতিবিলম্বে দূর্নীতিবাজ, দখলবাজ, ভূমিদস্যু, ফ্যাসিস্ট মোতোয়াল্লী আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরী’র বিভিন্ন অপকর্মের বর্ণনা দেন।
তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ব্যক্তিদের মতামত মনযোগ সহকারে শুনেন ও খাতায় লিপিবদ্ধ করেন। উপস্থিত আওলাদ, মুসল্লী ও ছাত্ররা সময়ের কালক্ষেপণ না করে ফ্যাসিস্ট মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরীকে অপসারণ করে নতুন মোতোয়াল্লী হিসেবে এস্টেটের ওয়ারিশ আলহাজ্ব ইউনুস চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র নজরুল ইসলাম চৌধুরীকে নিয়োগ প্রদান করার জন্য ওয়াকফ প্রশাসনের কাছে জোর দাবি জানান। তার পাশাপাশি ফ্যাসিস্ট মোতোয়াল্লীর বিরুদ্ধে যাথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানান। তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসাইন বলেন পুরাতন মোতোয়াল্লীকে অপসারণ করে নতুন মোতোয়াল্লী নিয়োগের বিষয়ে আওলাদ, মুসল্লী ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের মতামত গুরুত্ব সহকারে লিখিতভাবে লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দ্রুত সময়ের মধ্যে পেশ করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
উল্লেখ্য যে, তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত ফ্যাসিস্ট মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরীকে তদন্ত কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলেও আত্নগোপনে থাকার কারনে তিনি উপস্থিত ছিলেন না। তবে তার জ্যেষ্ঠ পুত্র মোঃ মানিক চৌধুরী তদন্ত মজলিসে উপস্থিত থেকে নিরব ভুমিকা পালন করতে দেখা যায়। তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে যে কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার আশংকা থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত লক্ষ্য করা গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কামাল হোসেন এই ফ্যাসিস্ট মোতোয়াল্লী আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরীকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,