সারাদেশ

পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে নেপালে পাঠানো হলো আলু

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার   দেশের একমাত্র চতুর্দেশীয়  বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পাঠানো হলো বাংলাদেশের আলু।
এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ অক্টোবর) একদিনে ১ হাজার ৭১ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে বাংলাবান্ধা স্থল বন্দরটি দিয়ে।
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল বন্দর সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর রবিবার এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু ৫১টি ট্রাকে করে নেপালে পাঠানো হয়।
এর আগে গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনে সর্বোচ্চ ৭৫ ট্রাকে ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড করা হয়েছে। এছাড়াও গত শনিবার (২৫ অক্টোবর) ৩৯৯ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৫ হাজার ৬৭৯ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে বলে জানিয়েছে বাংলাবান্ধা স্থল   কর্তৃপক্ষ।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ পরিচালক নুর হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা আলু রপ্তানি করছে স্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।
তিনি বলেন, নেপালের বাজারে বাংলাদেশি আলুর চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণেই রপ্তানির পরিমাণও ক্রমাগত বাড়ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,