“আমাদের প্রেসক্লাব বেনাপোল” নামে একটি নতুন প্রেসক্লাবের শুভ উদ্বোধন ও আহবায়ক কমিটি গঠিত হয়েছে
																																		জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি:
শনিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় স্থানীয় সানরুফ রেস্তোরাঁ,রহমান চেম্বার, বেনাপোল বাজার। পবিত্র কোরান তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে কেককেটে প্রেসক্লাব এর শুভ উদ্ধোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জনাব আবু তাহের ভারত (উপদেষ্টা) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোস্তাফিজ্জোহা সেলিম(উপদেষ্টা),আহম্মেদ আলী শাহীন, মনিরুজ্জামান মনির শিক্ষক (উপদেষ্টা) আক্তার হোসেন,মফিজুর রহমান বাবু সহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমাদের প্রেসক্লাব বেনাপোল এই সংগঠনটির আনুষ্ঠানিকভাবে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির গঠন করা হয়। আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, জি এম আশরাফ-দৈনিক যায়যায়দিনের বেনাপোল প্রতিনিধি এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত  হয়েছেন,মো: মতিয়ার রহমান মতিন-দৈনিক দিনকালের প্রতিনিধি।
এছাড়া ও কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার মাহবুব হোসেন (যুগ্ম আহবায়ক)
বার্তা জগত ২৪ অনলাইন-এর জহিরুল ইসলাম রিপন(যুগ্ম আহবায়ক),
বার্তা জগত-এর স্টাফ রিপোর্টার শফিকুর রহমান উজ্জল(যুগ্ম সদস্য সচিব),
মো: জাকির হোসেন (যুগ্ম সদস্য সচিব)- দৈনিক স্বাধীন ভোরের ও দৈনিক আজকের বিনোদন এর শার্শা উপজেলা প্রতিনিধি।
দৈনিক ভোরের দর্পণ-এর শার্শা প্রতিনিধি নাজমুল ইসলাম(সদস্য)
এবং উক্ত অনুষ্ঠানে “আমাদের প্রেসক্লাব বেনাপোল”এর উপদেষ্টা পরিষদে, জনাব আবু তাহের ভারত, মোস্তাফিজ্জোহা সেলিম ও মনিরুজ্জামান(শিক্ষক) কে উপদেষ্টা সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জি এম আশরাফ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মো: মনিরুজ্জামান মনির(শিক্ষক)
এসময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে নব-গঠিত প্রেসক্লাব, গঠনের  উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন।
                                    
        
                        
                        
                            
