শ্যামনগরে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন
সোমবার(২৭ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্স কর্তৃক আয়োজিত প্রধান কার্যালয়ে জেটএসপি প্রকল্পের আওতায় শিক্ষক রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে লবণ সহিষ্ণু ধানবীজের ভূমিকা, উৎপাদন কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং স্থানীয়ভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপায় সম্পর্কে বক্তব্য রাখেন লিডার্স’র হেড অব অ্যাকাউন্টস রায়হান কবির, প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন, প্রকল্প সমন্বয়ক জয়দেব জোয়ারদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তরা বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষকদের প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও অনাবৃষ্টি সমস্যার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এই পরিস্থিতিতে লবণ সহিষ্ণু ধানবীজ চাষ স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ হবে। এটি শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।





