সাবেক নৌমন্ত্রী স্থানীয় প্রতিনিধি আ.লীগ নেতা ফুয়াদ আটক
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ
ফ্যাসিস্ট শেখ হাসিনার মন্ত্রীসভার সদস্য পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী ও এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আ.ফ.ম ফুয়াদকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ খান বলেন, বুধবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ আ.ফ.ম ফুয়াদকে আটক করেছে। বিষয়টি আমরা অবগত হয়েছি।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুয়াদ দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী শাহজাহান খানের রাজৈর উপজেলা স্থানীয় প্রতিনিধি হিসেবে সরকারি অফিস ও এলাকায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে।

