সারাদেশ

চিরিরবন্দরে চুরিরদায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দরে চুরির অপরাধে নুরু (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত ভ্রাম্যমান আদালতে দণ্ড প্রদান করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এসিল্যান্ড শাহানা আফরোজ।
জানা যায় ,বৃহস্পতিবার উপজেলার বেলতলী আমতলী মোড় এলাকায় চুরির ঘটনায় স্থানীয়রা নুরুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে বিষয়টি তদন্ত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই মাসের সাধারণ কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহানা আফরোজ বলেন, চুরি-ডাকাতিসহ অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,