নবীনগর নুরজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত নিহত এক আহত তিন
মাজহারুল ইসলাম বাদল, নবীনগর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি সিনিয়র নেতার ওপর গুলিবর্ষণের রেশ কাটতে না কাটতেই আবারও রক্তাক্ত ঘটনা ঘটেছে।
শনিবার রাতে উপজেলার থোল্লাকান্দি এলাকায় সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণে একজন নিহত ও অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
পরপর দুটি গুলির ঘটনায় নবীনগরজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে কয়েকজন আলাপ করছিলেন।
এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ সেখানে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে চারজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধরা হলেন—
১/মোঃ নুরআলম (৩২)
২/মোঃ এমরান (৩৫)
৩/মোঃ ইয়াছিন (২২)
৪/শিপন(৩০)
মোঃ ইয়াছিন(২২) — নবীনগর পৌরসদরের ১নং ওয়ার্ড, আলমনগর উত্তর পাড়ার সফিকুল ইসলামের ছেলে।
আহতদের দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনাফ ডাকাতের ছেলে মোঃ শিপনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহতদের মধ্যে মোঃ ইসমাইল-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, গুলির শব্দে মুহূর্তেই চারদিকে চিৎকার শুরু হয়।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
এলাকাবাসী বলছেন স্বাধীনতার পরে নবীনগরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, প্রথমে বিএনপি নেতা মুকুলের উপরে হামলা,আজকে আবার এখানে এমন ঘটনা ঘটেছে এই অপ্রতিকর পরিস্থিতির কারণে, এলাকাবাসী আতঙ্কিত।





