লালমনিরহাটের হাতীবান্ধায় “দৈনিক সকালের বাণী” পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আবুহাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ রবিবার (২ নভেম্বর) রাত ৮টায় উপজেলার মোহনা টেলিভিশন অফিসে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন,হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক,রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তফা,
রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের জেলা আব্দুর রহিম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজি আসাদুজ্জামান খোকন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খান, আরটিভি জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন, সিনিয়র সাংবাদিক হাসান, বার্তা২৪ লালমনিরহাট জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন, কালবেলার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি তমাল কান্তি রায়, ডেল্টা টাইমস হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি মাজারুল ইসলাম রিফাত সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে বক্তারা বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক সকালের বাণী’ অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সবাই পত্রিকার অগ্রগতি ও সাফল্য কামনা করেন।





