সারাদেশ

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মোহিত তালুকদার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলা মিলে ৩৮ নম্বর  বগুড়া-৩ আসন। এই আসনে জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার।
গতকাল (৩ নভেম্বর) সোমবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় কেন্দ্রীয় ভাবে বিএনপি’র ধানের শীষ প্রতীকের ২৩৭ আসনের প্রার্থী নির্বাচন করা হয়েছে। সেখানে ৩৮ বগুড়া-৩ সংসদীয় আসন আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলার ধানের শীষের প্রার্থী হিসেবে আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদারের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর পরই স্থানীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার সাথে সাক্ষাৎ করতে দলীয় কার্যালয়ে ভীড় জমাতে থাকে। এ সময় সান্তাহার বিএনপি দলীয় কার্যালয়ে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। উপস্থিত এক বক্তব্যে আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার বলেন, সর্ব প্রথমে আমি মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ হয়ে সকলকে একসাথে কাজ করে যেতে হবে।
আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাই কুড়ী গ্রামের তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মজিদ তালুকদারের ছেলে। তাঁর বড়ো ভাই মরহুম আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা বিগত আ’লীগ সরকারের সময় দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। মুলত পারিবারিক ভাবেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি’র রাজনীতিতে তিনি ছাতিয়ান গ্রাম ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আ’লীগ শাসনামলে তিনি ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বর্তমান তিনি বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আ’লীগের শাসনামলে রাজনৈতিক মামলায় তাঁকে বেশ কয়েক বার কারাবরণ করতে হয়েছে।
কর্মী বান্ধব, দলের জন্য নিবেদিত প্রাণ আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার শুধু রাজনীতিবিদই নন, তিনি একজন সফল মৎস্য ব্যাবসায়ী। তিনি তাঁর নিজ গ্রামে জি এম এ্যাকোয়া কালচার নামে একটি মৎস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একজন সফল মৎস্য ব্যাবসায়ী হিসেবে তিনি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বেশ কয়েক বার পুরষ্কার অর্জন করেছেন। ব্যাবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আদমদীঘি দুপচাঁচিয়া এলাকায় তিনি মাটি ও মানুষের প্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন।
দলের মনোনয়ন পাওয়া বিষয়ে আব্দুল মোহিত তালুকদার বলেন, গতকাল ৩ নভেম্বর সন্ধ্যা ছয় ঘটিকার সময় কেন্দ্রীয় ভাবে আমাকে ৩৮ বগুড়া-৩ সংসদীয় আসন, আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলার ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি দলের প্রতি, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ভাবে বিশেষ   কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নির্বাচিত হলে অত্র এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশা-আল্লাহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,