সারাদেশ

চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাঁধ এলাকায়” বাড়ির পাশের খালের পানিতে ডুবে ইয়াছিন মিয়া নামের, আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ই নভেম্বর) দুপুরে উপজেলার জোড়গাছ বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা টি ঘটেছে। নিহত “ইয়াছিন মিয়া পশ্চিম খরখরিয়া এলাকার নুর হোসেনের ছেলে” বলে জানা যায়। স্থানীয়রা বলেন, শিশু ইয়াসিন মিয়া জোড়গাছ বাধ এলাকায় তার নানার বাড়িতে ছিল। শুক্রবার বেলা ১১টার দিকে, খেলা খেলতে সে সবার অজান্তে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় এক ব্যক্তি পানিতে শিশুটিকে দেখতে পেয়ে, তার নানা আবু তালেব কে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ইয়াছিন মিয়াকে উদ্ধার করে, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা যায়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,