সাভারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক
আনিসুর রহমান. সাভার প্রতিনিধি:
সাভারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধামসোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বক্তারা ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “দেশের বর্তমান সংকট কাটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এই আন্দোলনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা বলেন, ধামসোনার জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে ধানের শীষের পক্ষে সর্বাত্মক ভূমিকা রাখবে।





