সারাদেশ

নওগাঁ-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাদেবপুরে বিএনপি সমর্থকদের বিক্ষোভ

অন্তর হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকরা।

শনিবার বিকেলে মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় “মহাদেবপুর ও বদলগাছী এলাকাবাসী” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন প্রত্যাশী মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। তিনি বলেন, “আমি বিএনপি করি না; আমি জিয়া পরিবারের দল করি। তারেক রহমান যা বলবেন, তাই হবে। এই প্রার্থী তালিকা করেছেন দল। আমি আবারও বলছি আমি দল করি না, আমার বিশ্বাস তারেক রহমানের প্রতি।”
এছাড়াও সাধারণ যেসব জনগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তারা মনে করছেন পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে যদি ধানের শীষ প্রতীক থেকে বঞ্চিত করা হয় তাহলে হয়তোবা নওগাঁ ৩ (মহাদেবপুর বদলগাছি) এই আসনে অন্য কোন দল ভোটে জয়লাভ করবে।

উল্লেখ্য, নওগাঁ-৩ আসনে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে দলীয়ভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,