আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন-সান্তনা বেগম
জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি :
ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে আটক হয়ে দীর্ঘ ১০ বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন গাইবান্ধার এক নারী।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৫৫ মিনিটে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
ফেরত আসা ওই নারীর নাম সান্তনা বেগম (৩৫)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার উত্তর রাজিবপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা গেছে, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে সান্তনা বেগমকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাঁকে “যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার” সংস্থার নিকট হস্তান্তর করা হবে।
সান্তনা বেগমের সঙ্গে কথোপকথনে জানা গেছে, তিনি ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাতে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে মুম্বাইয়ের নাগপুর এলাকায় অবস্থানকালে ২০১৫ সালের ২১ এপ্রিল আন্ডামান পুলিশ তাঁকে আটক করে।
আটক অবস্থায় মানসিক ভারসাম্য হারালে তাঁকে মুম্বাই নাগপুর মানসিক হাসপাতালে ২০১৭ সালের ২৫ মে থেকে ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসাধীন রাখা হয়। এরপর তাঁকে ঈশ্বর শংকরপুর হোমে রাখা হয়।
দীর্ঘ প্রায় এক দশক পর দেশে ফেরার সুযোগ পেয়ে সান্তনা বেগম স্বস্তি প্রকাশ করেছেন। তিনি জানান, দালালের প্রলোভনে ভারতে গিয়েছিলেন ভালো জীবনের আশায়, কিন্তু সেখানে পৌঁছে চরম কষ্ট ও দুর্ভোগের শিকার হন।
বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট সংস্থার জিম্মায় দেওয়া হবে বলে জানা গেছে।


