পরকীয়ার সন্দেহ করায় স্বামীর অণ্ডকোষ চেপে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ
আবুহাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর অণ্ডকোষ চেপে ধরে বাশের লাঠি, লোহার রড ও ধারালো ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্ত্রী-শ্বশুর সহ পাঁচ জনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী আনছার আলী (৩৮) বাদী হয়ে স্ত্রী শশুর সহ ৫জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে আনছার আলীর সঙ্গে আঃ হামিদের মেয়ে বিজলী বেগমের বিবাহ হয় এবং তাদের ঘরে চারটি কন্যা সন্তান রয়েছে। গত এক বছর ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।
বাদী আনছারের দাবি, গত ৯নভেম্বর সকাল ৯টার দিকে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির জেরে বিজলী বেগম ফোন করে অন্যান্য আসামীদের বাড়িতে ডেকে নেয়। পরে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঝগড়ার স্থানে হাজির হয়ে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে আনছার আলীকে মারধর করে। এসময় আঃ হামিদের নেতৃত্বে আসামী পলাশ তার গলা চেপে ধরে এবং বিজলী বেগম ধারালো ছোরা দিয়ে আনছার আলীর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এছাড়াও বাদীর অণ্ডকোষও চেপে ধরেন বলে এজাহারে উল্লেখ আছে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিজলী বেগম। তিনি বলেন, স্বামী আনছারের হাতে থাকা লাঠি দিয়েই ধস্তাধস্তির এক পযার্য়ে তার মাথা ফেটে যায়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





