সারাদেশ

পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ,  অপরাধ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ,  অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
কল্যাণ সভায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে অক্টোবর মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয়  এবং পুরস্কার হিসেবে অর্থ পুরস্কার দেয়া হয়। পরে বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক  বিতরণ করেন পুলিশ সুপার।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে অক্টোবর মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল্লাহ হিল জামান নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই হিসেবে পঞ্চগড় সদর থানার এসআই কাওছার রহমান, বোদা থানার এএসআই (নিরস্ত্র)/ মোঃ ওমর ফারুক
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন। শ্রেষ্ঠ এএসআই হিসেবে দেবীগঞ্জ থানার এএসআই  এরশাদুল হক নির্বাচিত হন।
মাসিক কল্যাণ সভায় বিদায়ী অতিথি ছিলেন
পুলিশ পরিদর্শক ( শহর ও যানবাহন ) সেলিম আহম্মেদ, পুলিশ লাইন্সের পুলিশ পরিদর্শক (সঃ) ইয়াছিন আলী আকন্দ ও পুলিশ পরিদর্শক (সঃ) সুলতান আলী,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), সামুয়েল সাংমা পঞ্চগড় পুলিশ লাইন্সের আরআই মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার সদস্যরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,