ব্রাহ্মণবাড়িয়াতে কৃষক লীগ নেতা লাল ফারুক গ্রেফতার
কাউছার আহমেদ টিপু,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো লাল ফারুককে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১০ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।জুলাই গণ-অভ্যুত্থানে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও, তার স্বজনদের দাবি তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত। ফারুক পেশায় একজন ব্যবসায়ী। তিনি উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল হাশেম মিয়ার ছেলে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, লাল ফারুক কৃষকলীগের পদধারী নেতা। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তার অংশগ্রহণ ছিল। এসব ভিডিও ফুটেজ আমাদের হাতে রয়েছে। তিনি দলীয় অনুষ্ঠানগুলোতে অর্থের জোগানদাতা ছিলেন। গণ-অভ্যুত্থানের পর গ্রেফতার এড়াতে নিজেকে বিএনপির লোক হিসেবে পরিচয় দিতেন তিনি।এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ বলেন, ফারুকের সঙ্গে আমাদের দলের কোনো সম্পৃক্ততা নেই,আর কখনোই সম্পৃক্ততা ছিল না। এখন হয়ত অনেকেই বিএনপির সঙ্গে থাকতে চায়।



