সারাদেশ

বেনাপোলে হাকর নদীর পাড় থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:
বেনাপোলের গাজীপুর ও নামাজ গ্রামের মধ্যবর্তী অবস্থিত হাকর নদীর পাড় থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করেন এক মানবিক মানুষ।
১২ নভেম্বর ২০২৫ ইং, বুধবার সকালে
এ ঘটনা জানার পরে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার পৌর প্রশাসক ডাঃ নাজিব হাসান বলেন বেনাপোল হাকর নদীর পাড়ে অভিভাবকহীন অবস্থায় এক নবজাতক শিশুকে পাওয়া গেছে। এমন খবর পেয়ে সেখানে ছুটেযান উপজেলা প্রশাসক।  নবজাতকের স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেন এবং সংঙ্গীয় চিকিৎসকের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা নীরিক্ষা করে শিশুটি স্বাভাবিক ও সুস্থ আছেন বলে জানায়।
নবজাতক শিশুটাকে আপাতত প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় উদ্ধারকারী পরিবারের কাছে নবজাতক শিশুটিকে হেফাজতে রাখা হয়। পরবর্তীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,