শার্শার রুদ্রপুরের শামীম রেজা ৪৯-তম, বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
জাকির হোসেন, বেনাপোল-শার্শা: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের শামীম রেজা ৪৯-তম, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একান্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। শামিম রেজা রুদ্রপুর গ্রামের শাহাবুদ্দিন সরদার ও শাহানাজ খাতুন এর ছেলে,৩ ভাই বোনের মধ্যে সে সবার বড়।
শামীম রেজা গোগা ইউনাইটেড আদর্শ কলেজ, থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে এবং গোগা কলেজ থেকে প্রথম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়। তার সফলতার পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা স্বীকার করে সে বলে চাকরিতে যোগদানের পর সাধারণ মানুষের সেবা করা ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা তারা প্রথম লক্ষ্য এবং দেশ ও জাতির কল্যাণে তার সার্বিক প্রচেষ্টার থাকবে বলে জানান।

