আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নাগরপুরে বিএনপি’র স্বাগত মিছিল
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচনকে স্বাগত জানিয়ে আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে একটি মিছল বের করেছে নাগরপুর উপজেলা বিএনপি নেতাকর্মী ও বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু’র সমর্থকরা।
আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের তফসিল ঘোষণার পরই মিছিলটি দলীয় প্রার্থী রবিউল আওয়াল লাভলু’র বাসা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দলীয় শ্লোগানে মুখরিত হয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে মিছিলে। এসময় সকলের চোখে মুখে দীর্ঘ প্রতিরক্ষার অবসানের আশার আলো ফুটে উঠে।

